পশ্চিমবঙ্গ এর রেল লাইনে
     তুমি আমি দুজনা
    করেছি যেন সূচনা

রেলের হুসেইলে বেশ
চিন্তায় রেখে যায় রেস

রেললাইনে নেইকো পাথর
নেইকো কোনো সিগন্যাল
  দুজনে মিলেমিশে
    একাকার অম্লান


বৃদ্ধ মামার ক্ষ্যাপা সুর,
   নেইকো লজ্জা
নেই মান-অভিমান
যেন রয়ে যায় রক্ত
বিন্দুতে ব্যথিত গান।

শীতের ছোয়ায় কুয়াশার মেলা
গগণ পানে সিতারার খেলা

খেজুরের রসে ভাপা পিঠার গন্ধে
মাছি বনবন করে
সিদ্ধী মামার চলনে রেললাইন
যেন শনশন করে।  

রেলের ভুতুড়ে আলোয়
অদ্ভুত সুন্দর তুমি প্রিয়া
তোমার প্রেমে দেখে
না দেখায় ভরে না মোর হিয়া

সব কিছু উড়ে গ্যাছে
পশ্চিম থেকে পুবে
চলে গ্যাছে নোনাজলে
বিলিয়ে দেয়া স্রোতে।