পালকী লইয়া যাবে বর
বউ যাবে নাই ওর
রঙিন কালো পড়াইয়া
হাড় গহনা ছাড়া বিয়া

বাহনী চলে আগে পাছে
কেউ কাঁদে কেউ বা হাসে

দালানকোঠা ফুল বিছানা
এয়ারকন্ডিশন রুম
প্রিয় যেন সংগত পেয়ে
দিলো সুখের ঘুম

কী সুখেতে আছি আমি
মায়ায় যেন ভালবাসি

দিন রজনী অভিমানী
কাঁদি অনিবার
আমার কথা তোমার কি
পড়ে না মনে একবার??

পালকী নিয়ে যেতে চাই
তোমারী পিত্রালয়
ভালবাসতে চাই  কাছে
রাখতে চাই তোমারী সম্মতিসই

দূরে বসি করি বাস
মন করে হাঁপাস

তোমারি সপেছি প্রান
চোখের পানি নিয়েছি ঘ্রান

তোমার প্রেম এত বেশি
মন বলে তোমাতে
দিবানিশি>>>>>