খোলা জানালা দক্ষিণা হাওয়া
পূর্ব দিগন্তে খেচর করে খেলা।
মনে বড় আশা তোমার ছবি আঁকি
বাতাসে দুলছে কাশ বন আপন মনে দেখি।
টাপুর টুপুর শব্দ ভেসে আসে শ্রবনে
আউশ ধানে ভরপুর হাসির কৃষাণের প্রাণে।
গগনে সিতারার মেলা জ্যোৎস্নার আলো
খোলা জানালার পাশে বসে বেসে যাই ভাল।
রাখাল বাজায় বাঁশি কোকিল কণ্ঠে সুর
ভালবাসি তোমায় শুনতে লাগে মধুর ।
গ্রামের মেঠো পথ ঘাসে শিশির কনা
সবুজে ঘেরা মাঠ ভরে শস্যের দানা।
তোমার পথের পথিক আমি
তোমার খোঁজে সর্বশেষ
আঁখি মেলে চেয়ে দেখি
পেলাম তোমায় অবশেষ।