সবাই তো আদর স্নেহ করে
সবাই কি হয় মায়ের মত।

মায়ের কণ্ঠে আহাজারি
খোকা তুই কোথায় গেলি
মায়ের বুক করে খালি।

কত কথা, কত গালি সবই
যেন শাসনের বুলি

খোকা খাবার খায়না
খোকা খাবার দেয় না
সবই যেন চোখের জলে ছানি।

যত আবদার, যত পাওয়া সবই
যেন মায়ের কাছে চাওয়া
মায়ের আছে সাধ্য, নেইকো সাধ্যি
অবশেষে খুনিটাই পাওয়া।

খোকা করেছে বিয়ে সবই
যেন হিসেব চুকিয়ে
নুন পান্তা ভাত সবই
যেন হিসেবে ডুকিয়ে।

বউ রানী মায়ের ধরেছে প্যাঁচ
সবই যেন করছে শেষ
মায়ের চোখের পানি
ধরেছে স্রোতের রেশ।

খোকার কাঁদে মন তাই
শান্তি খোঁজে অন্যের সন
মায়ের দুঃখ, কষ্ট আহাজারি
মন করছে নিরসন।

মায়ের হয়েছে মরন ব্যাধি
বউ রানি করেনি সেবা
খুশিতে আত্মহারা সাজী।

মায়ের দুঃখ,কষ্ট ভুলেনি খোকা
ক্ষমা করেনি আজই
তাই ডাকবে ডেকে কাজী।