মা মানে জগতের শান্তি
আখেরাতে জান্নাতে র চাবিকাঠি।

মা মানে মনে সাহস
মা মানে রহমতের ছোঁয়া।

মা মানে পরম সৎ সততা
আত্মসম্মান শিক্ষক শিক্ষা দাতা।

মা মানে খোলা গগনে
হাজার সিতারার মেলা
শিশু কালে যাকে ছাড়া
হয়না খেলা, পাঠশালা।

মা মানে পরিবার রাজ্যের রানী
যার সাথে সকল চাওয়া মোর
সকল আবদার কারুকার্য কাজই।

মা মানে নিঝুম রাতের জোছনা
দিবা লোকে সূর্যের হাসি
মা মানে সকল সুখ, দু:খের সাথী
মা মানে সর্ব চিন্তা চেতনায় ভক্তি।

মা মানে হাতে রান্নার খড়ি
সকাল-দুপুর-রাত
টেবিলে খাবারের ছড়াছড়ি।

মা মানে শীতে গরম জল
মা মানে গরমে শীতল পাটি
রাতের মশারি, গায়ের চাদর
এলোমেলো সবই যেন পরিপাটি।

মা আমার সব জান্তা
পরীক্ষা নিয়ে চিন্তা
চাকরী তে প্রতিকূল পরিবেশ
মা আমার দোয়া কামনায় সর্বশেষ।

মা থাকে আমার ছুটির অপেক্ষায়
আসবো কবে বাড়ি সে চিন্তায়
মা আমার পথের পানে চায়।

মা তুমি আমার একটি
ফোনের আশায়
যেন বুকে বাধে বাসা।

মা বুঝব আমি সে দিন
তুমি থাকবে নাকো যেদিন।