টাকাই জাতির মেরুদন্ড
রিমন সরকার

টাকাই জাতির মেরুদন্ড
টাকাই জাতির হিয়া।

টাকাই জাতির আত্নউর্বর
টাকাই জাতির করে নিচু
টাকা ছাড়া এই জগতে
হয়না কোন কিছুই।

ধর্ম,জাতি,বর্ন সবাই বলে
টাকা ইনকাম কর্ন।

মামা বল, মামি বল,
সবাই টাকার ধর্ন।

ভাই বল, বোন বল,
সবাই হিসেব চুর্ন।

আত্বীয় বল, স্বজন বল
সবাই টাকারই জন্য
টাকাই জাতির জ্বী জ্বী জীর্ন।