মোবাইল কেড়েছে সব
মোবাইল নিয়ে যন্ত্রনা য্ত্ত্বসব।
মোবাইল কেড়ে নিছো তুমি
মনের শান্তি শয়নে র সুখ
মোবাইল দিয়েছ তুমি
মায়ের বকনি মনে বড় দুঃখ।
মোবাইল করেছ তুমি
বাবার পকেট খালি
রাত দিন শুনি শাসনের বানী।
মোবাইল তুমি বাবার তিরস্কার
মোবাইল তুমি নয়া আবিষ্কার।
মোবাইল তুমি নিয়েছ কেড়ে
নারীর লজ্জা ভূষণ
বর্তমান যুগে বেড়েছে ধর্ষণ।
মোবাইল তুমি নিয়েছ কেড়ে
বেতার রেডিও কিংবা টেলিভিশন।
দেয়াল ঘড়ি, হাত ঘড়ি
জোয়ান, বুড়ো প্রত্যেকের হাতে
মোবাইলের যেন ছড়াছড়ি।
মোবাইল তুমি নিচ্ছো চোখের জ্যোতি
উপকারের চাইতে করছ তুমি ক্ষতি।
মোবাইল তুমি হিয়া প্রিয়া
সংসারে বাড়ছে ঝগড়া, অশান্তি
বাড়ছে পরকীয়া।
মোবাইল নিয়ে একলা মন
নির্ঘুম রাত চোখ মেলে রই
তুমি আমার একমাত্র সই।