তুমি এক জাদুকরী পরী
তোমার মামায় আচ্ছন্ন
অগুছালো হয়ে আমি থাকি।

তোমার মায়ায় থাকী আমি  বিভোর
সময়ে বা দেখায় নইকো কোন ছবুর
কাছে পেতে চাই বাধনে রাখতে চাই
হারিয়ে যেয়ো নাকো সই

কর্মস্থল বা আপনালয় ব্যস্ততা
যেন তোমার সম্বল
তোমার মায়া পরে আমি
সর্বত্র প্রার্থনায় যেন মঙ্গল

ঝগড়া-ঝাড়িতে দিনভর
তবুও মায়ার বাহিরে
ঘটেনা কোন ব্যাতিক্রম

ভালো রাখতে চাই ভালোবাসি!
তোমায় মায়ায় চোখে যেন
আমার জ্বল রাশি

অপেক্ষা প্রহর গুনতে যেন ভারী
সময়ে অসময়ে মনে আমার
দু:খ সারী সারী।

অল্পতে তুষ্ট থাকি চাহিদা
মোর ব্যাশ
মায়ার বাধনে প্যাচিয়ে আছি
ক্লান্তি নেই কোন র‍্যাশ