মানব জীবনে হতাশা
একটি গল্প
জীবনে বাধা বিপত্তি
হয়ে যেন গ্রাস
কল্পনার আবেগে লুকোচুরি
রেখে যায় রাস
মানব বাচে তার কল্পনায়
জীবন যেন থেমে থাকে
আবেগ দ্বিধা মানসিক
যন্ত্রনায়।
লুকোচুরি নিরাময়
জ্ঞ্যাত- অজ্ঞাত
সবই যেন মিছা
প্রিয় তুমি ৪৭৩
বুনে যাও স্বপ্নের বিছা
না জানি কত দ্বিধা- উদ্বন্ধন
থেকে যায় মনে
তোমার পানে চেয়ে থাকি
রয়ে যাই আপন সংকোচ
তোমারি সনে।
সংকুচিত মন ফেলে
রাখে ভাবনায়
পাবো কি তোমায়
প্রিয় সাজে
পাপরি ফুলের ভাজে ভাজে?
প্রতিটি মুহূর্ত আটটা
কিংবা নয়টা
চেয়ে থাকি ডিসপ্লেতে
কল বা মেসেজ আসে
কিনা খানিকটা।
লুকোচুরি যেন রয়ে
গেলো স্বভাবই
তোমারই ভাবনায় থাকা
আমিই যেন অভাবী