আমাকে একটু কথা পাঠাবে?
একটু পাঠাও প্লিজ
মনের অজান্তে চোখের
কোনে অবিরাম জ্বল ঝরে
যাচ্ছে প্লিজ একটু কথা পাঠাও

তোমার একটু শব্দ শুনার
যে কি আকুতি আবির্ভাব
আমি যে পাগল হয়ে যাচ্ছি
আমাকে একটু কথা পাঠাও প্লিজ

আমাকে ভালোবাসো না
আমি সেটা জানি
শুধু এইটুকু বলেই পাঠাও

আমাকে অবহেলা করো
সেটাও জানি
তারপর ও একটু কথা পাঠাও

কথা পাঠাও প্লিজ
আমি ব্যাধম পাগল
আমি নির্বোধ তাও
একটু কথা পাঠাও

আমি বেহায়া নিলজ্জ
তবুও একটু সুর পাঠাও

কিছু কথা গগণে
কিছু কথা বাতাসে
তবুও একটু কথা পাঠাও

আমি শুনতে চাই
একটু নিশ্বাসের শব্দ
একটু শব্দ পাঠাও
দয়া করে আমাকে
একটু অনুভব পাঠাও

তোমার সাথে কথা বলার
তৃষনা বেড়েই যাচ্ছে প্লিজ
প্লিজ একটু আবেগ পাঠাও