জোর করে তেমন কোন
কিছু করা যায় না
জোর করে কারু কাছ
থেকে সময় নেয়া যায় না।
জোর করে যেমন ইচ্ছের
বিরুদ্ধে যাওয়া যায় না
জোর করে তেমন
বাস্তবীক-কল্পনায় কাউকে
ভাবা যায় না।
জোর করে যেমন কারু
প্রিয় থাকা যায় না
ঠিক তেমনি জোর করে
কাউকে অবিশ্বাসী ভাবা যায় না
জোর করে যেমন সংজ্ঞ
পাওয়া যায় না
তেমনি ভাবে জোর করে
কাউকে আকৃষ্ট করা
যায় না।
জোর করে যেমন সম্মান
হরন করা যায় না
জোর করে তেমন সম্মান
আহরণ করা যায় না