চাষা মোদের আশা
চাষা মোদের গর্ব
মুর্খ আমি দরিদ্র মোরা
চাষা মোদের শেষ ভরসা।
ঘামের বৃষ্টিতে করেছ সৃষ্টি
সকলে দিয়েছে তোমায় দৃষ্টি
যখন তোমরা করছ
বিলাসি জীবন যাপন
রোদে পুরে বৃষ্টিতে
ভিজতেছি আমি তখন
কাস্তে হাতে লাঙ্গল চালাই
অবহেলা করেনি দুটি যন্ত্র
যাইনি কোন স্কুল,কলেজ
কিংবা বিশ্ববিদ্যালয়ে
শিখেছি আমি কিছু মন্ত্র।
চাষা আমি মুর্খ হয়ে
শুনেছি কত শত গালি
চাষি চাষ না করলে
হতো কি এই ধরনি।
ভোগ বিলাসিতায় মাতোয়ারা
সবই যেন করছ ভোগ
পানির পিপাসায় কাতর
চাষা তাও যেন করেনি লোভ।