তুমি ছাড়া এ হিয়া
হয় যেন দেউলিয়া
তুমি ছাড়া এ হৃদয়
গগণ পানে এলোমেলো
আউলিয়া।
অপেক্ষা আর আক্ষেপ
করছি তোমার কুঞ্জনে
ডাকি আমি খোজি তোমায়
লোক স্বজনের গুঞ্জনে
এলোমেলো অগুছালো
মোর এ হিয়া
ঘন্টার পর ঘন্টা
রজনী প্রহর গুনে
সাইন্টিফিক ক্যালকুলেটর
নিয়া।
আউল-ফাউল ধ্যানে
চিন্তা
প্রিয়া মোর কই?
দু:খ-হাসি-কান্না
তারাই আমার সই
ছটফটে মোর
রুহু যায়
অন্তর জামী ব্যাশ
রেখে আসে ছুয়ে যায়
গোলাপ পাপরীড় রেস
তোমার ছোয়ায় অকুতোভয়
এ নিথর দেহ অভুঝ মন
রক্তে রঞ্জিত ক্ষয়।