(১)
ব্যর্থতায় জীবন ভরপুর,
সুখ উবে গেছে কর্পূরের মতন,
তবুও সঞ্চয়ে রাখা ধূলিকণা, জলীয়বাষ্প থেকে,
একদিন আকাশ গড়বো, বৃষ্টি ঝরে পড়বে,
ফোঁটা গুলো হয়তো ছড়িয়ে যাবেনা সূদূরে,
শুধু তোমার গোলাপ বাগানের,
সুগন্ধি ফিরে এলেই হলো,
একটা চড়ুই বা কোকিল আশ্রয় পেলেই শান্তি।
(২)
একটা সবুজ সভ্যতা জন্ম নিক বসন্তের আবির মেখে,
দোয়েল, শকুন,ম্যামথ,ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী,
সবাইকে একসাথে চাই,সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ অবলুপ্ত হোক,
আর অবলুপ্তরা ফিরে আসুক,
জীবাশ্মের ভাঁজে জীবন্ত জিন থেকে,
আবিস্কৃত হোক প্রাচীন নবরূপে,
বুভুক্ষু চাতক শান্তিতে জল পান করুক,
ধূলোর আস্তরন মুছে গিয়ে ফিরুক এক টুকরো শান্তি।।