(১)
ঘর্ষণ হয় মেঘে মেঘে, বজ্রাঘাতে মরে সাধারণ,
পরিযায়ী পাখির দল,করে আশ্রয়য়ের অনশন,
ওজোন স্তর পাতলা হয়,ছুটে আসে ক্ষতিকারক রশ্মি,
বাঁচতে হয় তবু, হারিয়ে যায় কিছু প্রজাতি।।

(২)
বাইরের মেঘ উড়ে আসে, বৃষ্টি, তুফান,
নরম হয় উষ্ণ পাথর, উপড়ে যায় কারোর বাগান,
পড়ে থাকে দাগ, কয়েকটা পায়ের ছাপ,
ঘর্ষণ তো হয় মেঘে মেঘে, তুমি আমি নিষ্পাপ।।