দামোদরের পাশে, তিন গ্রামের শশ্মান,
অশরীরী আত্মাদের নিরাপদ বাসস্থান,
ভূতের আবার কত নাম, ভিন্ন ভিন্নভাবে যাদের ডাকি,
যোগিনী,ডাকিনী,পেত্নী,ব্রহ্মদৈতী,সাকচুন্নী,
গহীন নিঝুম নিশিতে ওরা করে ঘোরা ফেরা,
পেঁচার মতন নিশাচর, কঙ্কাল দলেরা,
সাবধানে না চললে,ঘাড় মটকে দেবে,
হত্যার কারণ কেও হদিস নাহি পাবে,
তান্ত্রিক গণেরা অমাবস্যায় অমাবস্যায়,
শুনছি তেলপুড়া দিয়ে নাকি ভূতেদের ছাড়ায়,
তেমাথায় ছাগেদের দিয়ে বলি,
ভূতেদের পিন্ডি চটকায় জড়িয়ে নামাবলী,
তোমরা ছোটরা ভূত নিয়ে দেখিয়ো না বেশি না আগ্রহ,
ভূত,প্রেত মানুষের কাল্পনিক বিগ্রহ,
মুখোশ পরা ভূতেরা সবসময়ই ঘোরে,
মশাল জ্বালো মনে তোমরা, কুসংস্কারকে ভঙ্গ করে।