অলংকারের মেকি ড্রেস পরিধানে,
অন্ধ প্রেম ঘুরে বেড়াই জন অরন্যে,
খাঁটি রত্নকে চিনতে পারে না জহুরী,
প্রলেপের রত্নকে অসৎ কহে খাঁটি,
পতঙ্গ,ফাঁদ পাতা জালে আটকে তাই,
প্রতিশ্রুতি ভঙ্গের কাহিনী লিখে যাই,
আসলে রত্নের সৌন্দর্য লুকিয়ে থাকে,
আফ্রিকার রণক্লান্ত গহীন অরণ্যে,
বলি তাই প্রিয়া করো না রূপবড়াই,
মুক্ত চেনা যায় হিমাংশুর ছটাই,
মাছরাঙা বিহগের মতন ছো মেরে,
কটা খেচরই বা মাছ তুলতে পারে?
তারচে বরং হতে চেষ্টা করো জেলে,
ঝিনুকও ওঠে আসবে তোমার জালে।।