কাঁঠালপাতা, আমপাতাকে চোখ রাঙিয়ে
যে সূর্য ঢুকে পড়ে ঘরে, বারান্দায়,
যে সূর্য ঝুলে থাকে গোলাপের গায়ে,
পাখির শরীরে,
যে সূর্য ঝুলে থাকে ধানের ছড়ায়,
কলমি লতায়,
এসো সে সূর্যকে গায়ে মাখি প্রসাধনীর মতো।
আকাশের চোখ দিয়ে যখন ঝর্ণাধারা
বয়ে যায় নায়াগ্রার মতো,
যে চোখের ঝর্ণাধারা ছুঁয়ে যায় ফুল,
কানের দুল,
যে চোখের ঝর্ণাধারা ছুঁয়ে যায় মাটি,
আমের আঁটি,
এসো সে ঝর্ণাধারা গায়ে মেখে পবিত্র হই, হই রুপবতী।
পৃথিবী যখন স্নান করে, গায় মনছোঁয়ানো গান
এসো আমরাও মনটাকে ভাসিয়ে দেই গানে।
পৃথিবী যখন উষ্ণ রোদে চুল শুকায়
এসো আমরাও ভেজা মুছে হয়ে যাই বাধ্য সন্তান
ঠিক প্রকৃতির মত সবুজ, নির্মল।