এঞ্জোলোর মত বিশাল জলরাশি নিয়ে
পাপড়ি ম্যালে ঐ দুটি চোখ;
ঐ দুচোখে লুকিয়ে আছে পাহাড়সম মায়া
লুকিয়ে আছে মেঘপরীদের নীল যৌবন
ঐ চোখের চাহনিতে শীতল হয়ে যায় কাঁঠফাঁটা মধ্যদুপুর
শীতল হয়ে যায় যুবকের তৃষ্ণার্ত হৃদয়।
হে ঈশ্বর, কত না মায়া, রূপ, সৌন্দর্য উজাড় করে দিয়েছো
ঐ দুটি দিকবিজয়ী চোখে!
যেন বহুবছর তুলির আঁচড়ে খুব প্রেমার্ত হাত দিয়ে
তৈরি করেছো আশ্চর্য দুটি চোখ।
ঐ দুচোখে তাকালে ঘুমিয়ে যায়
একটি শহর
হারিয়ে যায় পূর্বের শতাব্দী
বেজে ওঠে মন ভোলানো গান।