বদলে যাওয়ার দাবী নিয়ে কখনো তোমার সামনে দাঁড়াইনি
তুমিও দাঁড়াওনি
তবে হঠাত কেন কাঠে ঘুন ধরেছে?
দ্রব্যাদি কেটে ছাড়খার করেছে ছাড়পোকা?
মগজের পিপীলিকারা ক্ষত সৃষ্টি করেছে?
বিশ্বাসের জাহাজে আগুন লাগিয়ে
ফুটন্ত ফুলগুলোকে কাঁটা তারের বেড়া দিয়ে
তুমি কি বড্ড সুখে আছো?
পোষা ফ্লাফি খরগোশটা প্রতীক্ষার জানালায় প্রহর গুণে
চিঠি যদি দু জগতের যোগাযোগ মাধ্যম হত মন্দ হতো না
প্রিয় ঘর,ছাদ,কফিশপ,লেক সবখানে তোমার মৃত আত্মার উপস্থিতি।