তুমি আর ভুলেও ভেবো না
তোমার জন্য অপেক্ষার প্রহর গুণছি
ঝরাপাতার মত ধুঁকে ধুঁকে নিঃশেষ হয়ে যাচ্ছি
তোমার জন্য বিন্দুমাত্র ভাবার সময় আমার নেই
আমি এক পাহাড় কষ্ট নিয়ে বেঁচে নেই
বরং প্রতিনিয়ত সুখী থেকে সুখীতর হচ্ছি।
তুমি ভুলেও ভেবোনা
আমার কলম তোমাকে ভেবে দুকলম কালি ঝড়াবে
কবিতার ডায়েরী তোমাকে বুকে টেনে নিবে
ফটো অ্যালবাম এ শোভা পাবে তোমার ছবি।
তুমি ছাড়া ও সৃষ্টিকর্তার বহু সৃষ্টি ও নিদর্শন রয়েছে
অতএব তুমি বিতাড়িত