একদিন আমার সকাল হতো তোমার কন্ঠে
আমার কর্ম্ব্যস্ততা,ক্যাম্পাস শুরু হত তোমার
কন্ঠের আঁচে।
একদিন আমার ও দুপুর ছিল
দুপুরগুলো সাজতো প্রনয়ের খেলানিয়ে
দুপুরের ঘামগুলো গলা বেয়ে নামতো
তুমি ভালবাসা ভড়া চোখ নিয়ে তাকিয়ে দেখতে
আর আমি লজ্জা পেতাম।
একদিন আমার ও বিকেল হত
বিকেলগুলো কুসুক কোমলের মত ঢেউ খেলত
আমি বিকেলের ছাঁদে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে
মুঠোফোন এ তোমার কন্ঠ শুনতাম।
এখন আমার সকাল নেই,দুপুর নেই,বিকেল নেই
সকাল,দুপুর,বিকেল গুলো বড্ড অভিমান করেছে।
এখন আমার বড্ড প্রিয় রাত!অন্ধকার রাত!