শরতের আকাশটা এই হাসে এই কাঁদে
চক চক রোদ উকি মারে ফাঁকে।
কখনো বা কালো মেঘ কখনো মেঘ সাদা
কখনো অঝোড় বৃষ্টিতে কাজে পরে বাধা।
নীলাভ রঙের ছোয়ায় ভরে উঠে আকাশ
বিস্তৃত আকাশে রংধনুর বাস।
শরতের আকাশটা ভীষন ভালো লাগে
ইচ্ছে করে আকাশ দেখি রাত দিন জেগে
শরত রাতের আকাশে খেলা করে চাঁদ
জোনাকীর খেলা দেখে কাটে অবসাদ।
ঝোপেঝাড়ে জোনাকী আলো দিয়ে যায়
শরত রাতের স্নিগ্ধতায় ভ্রমর গান গায়।