এসো আজ বর্ষারানীর সাথে করি খেলা
এসো উদাম দেহে তারে ডাকি অবেলা
এসো আজ টাপুর টুপুর বৃষ্টিতে
গাহি গান,চলো মাতি উল্লাসেতে
আষাঢ়ের কদম ফুল চুলে
শোভা পায় বড়ই আকুলে
জলউৎসবে চলো হে
রাঙিয়ে নিই নিজেকে
বৃষ্টির ছন্দ তালে
আকাশের নীলে
সাদা মেঘের
ঝরো ঝরো
এসো “তো”
জল
“ছু”
( হাসান ইমতি ভাইয়ার অনুপ্রেরনায় লেখা এই ঘরানার কবিতা)আরোহী পঞ্চদশ হল অবরোহী পঞ্চদশ ঘরানার সম্পুর্ন বিপরীত)এর লাইন সংখ্যা ও বর্নসংখ্যা নিচে দেয়া হলঃ
১। এসো আজ বর্ষারানীর সাথে করি খেলা - ১৫
২। এসো উদাম দেহে তারে ডাকি অবেলা -১৪
৩। এসো আজ টাপুর টুপুর বৃষ্টিত -১৩
৪। গাহি গান,চলো মাতি উল্লাসেতে -১২
৫। আষাঢ়ের কদম ফুল চুলে -১১
৬। শোভা পায় বড়ই আকুলে -১০
৭। জলউৎসবে চলো হে -৯
৮। রাঙিয়ে নিই নিজেকে-৮
৯। বৃষ্টির ছন্দ তালে -৭
১০। আকাশের নীলে -৬
১১। সাদা মেঘের- ৫
১২। ঝরো ঝরো- ৪
১৩।এসো “তো” -৩
১৪।জল -২
১৩।“ছু” -১