বর্ষার সজল বারিতে ভরে গেল প্রকৃতির চারপাশ
বাদলের ধারায় নবীন হয়েছে শুকিয়ে যাওয়া ঘাস।
অবিরত ধারায় নেমেছে বর্ষা,নদী খাল, বিল গেছে ভরে
শীতল করেছে গ্রীষ্মের দাবদাহে তপ্ত,সেই উষ্ণ সকলেরে।
বিলের ধারে কাশ গুলো ও ফিরে পেল সজীব প্রান
প্রকৃতিকে নব ভালবাসার ছোয়া দিয়ে,বর্ষা দিল জানান।
নদী, খাল, বিলে অঝোরে বৃষ্টি ঝড়ছে
পাতা,ফুল,ফল ঘাসের উপর বৃষ্টি পরছে।
বাড়ির ছাদে অঝোড়ে অকৃপণ ভাবে ঝড়ছে বৃষ্টি
অবিরত বর্ষন মানব মনে করে সুখের সৃষ্টি।
আজি এ বাদল দিনে চলো গাই বৃষ্টির গান
দুহাতে বৃষ্টি ছুঁয়ে চলো মাতোয়ারা করি প্রান।
সিক্ত হতে চলো নাহি বৃষ্টির জলে
পান করি বৃষ্টি সুধা মন প্রান ভরে।