রাতের আকাশের চাঁদ নেই
নেই বাতাশের বয়ে যাওয়া
সাতরঙ্গা ঐ আকাশে বৃষ্টিধারা নেই
নেই পাখীদের গানের আসরের মায়া।
আজ আর খুঁজে পাইনা
নদীর কলকল ধ্বনি
খুঁজে পাই না আর
ঝরনার বয়ে যাওয়ার ধ্বনি।
প্রকৃতি আজ নিশ্চল,বড়ই রুক্ষ
আজ আমার ও মন স্তব্দ,বন্ধ
বিষন্নতার গ্রাসে ভরেছে বক্ষ।