রুপের ঝলক ছড়িয়ে দিলে
মনটি মোদের কেড়ে নিলে
ফুলের সুভাষ ছড়িয়ে দিলে দ্বারে দ্বারে ভাই
বছর ঘুরে বারে বারে তোমায় পেতে চাই ।
হলদে রঙের ছোঁয়া দিলে কলাপাতার বাহার দিলে
মোদের ধরাটাই,
তোমায় বন্দনা করে বলি
আর কি দিবে ভাই ?
পুষ্পে পুষ্পে ভরিয়ে দিলে
ভালোবাসার মায়া জড়ালে
এ প্রকৃতিতে ভাই
ঋতুরাজ বসন্ত তোমায় খুঁজি তাই ।
নতুন পাতার আড়ালে পাখি বাঁধল নতুন বাসা
বসন্তের এ ঋতুতে পূর্ণ তাদের আশা ।
গাছের ঐ ডালে ডালে প্রজাপতি মেলল ডানা
রঙে রঙে হারিয়ে যেতে বসন্তে নেইতো মানা ।
কোকিলের কুহু ডাকে যায় হারিয়ে মন
বন বনানিতে বসেছে মেলা পেয়ে আপনজন ।
মৃদুমন্দ বাতাস দোলা দিয়ে যায়
বসন্তের এই স্নিগ্ধ লগন ছুয়ে ছুয়ে যায় ।