দিনের সকল আলো পেরিয়ে
যখন আঁধার নেমে আসবে
হয়ত তখন তুমি ভালবাসার মর্ম বুঝে
ভালবাসার মানুষ্টির জন্য হাত বাড়াবে।
পৃথিবীর সকল কর্মচাঞ্চল্য যখন
স্তব্দ হয়ে আসবে
হয়ত তখন তুমি অনুশোচনায় দীপ্ত হয়ে
মলিন হাসি হাসবে।
বসন্তের ফুল গুলো যখন প্রতীক্ষার প্রহর শেষে
থরো থরো করে ঝড়ে যাবে
তখন তুমি ফুলের স্পর্শ পাওয়ার আশায়
ফুলগুলো হাতে তুলে নিবে
কেন? কেন? কেন?
সবকিছু কেন এত্ত সময় পর
ভালবেসে অনায়াসে গ্রহণ কর?
চৈত্র্যের শেষ বিকেলে এসে
বসন্ত কে কি খুঁজে পাবে বল?
রাতের আধারে এসে কি
রঙ্গিন আলোয় আলোকিত হবে বল?
শরতের দিন গুলো ফুরিয়ে গেলে
তুমি কি শারোদউতসব খুঁজে পাবে ?
পাবে না পাবে না পাবে না
প্রতিটা জিনিসের একটা সময় আছে
আছে শুভ দিন
অতি মুল্যবান এই সময় পার হলে
সকল প্রচেষ্টা মুল্যহীন।
তুমি বুঝে নিও চলার গতি
বুঝে নিও আত্মার আহবান।
যদি কর ভুল তুমি
হবে না সফল,করেও চেষ্টা আপ্রান।