স্বপ্ন,
তুমি এসো
তুমি ফিরে এসো
ফিরে এসো এই বিরোহিনীতে
তোমার ভালবাসার কাঙাল এই আমি
বহুকাল ধরে তোমার পথ চেয়ে আছি
দুটি হাত বাড়িয়ে,স্বপ্ন ভরা চোখে তাকিয়ে
একটু একটু করে তোমাকে যেন আরো বেশী ভালবাসছি
হৃদয়ের গহীনে,শিরায় উপশিরায় গভীর ভাবে মিশে আছো তুমি
কখনো যেন মেঘ হয়ে ভেজা তুলার মত এসে ছুঁয়ে দাও
কখনো ভোরের শিশির হয়ে আলতো করে আমার পা দুখানি ভিজিয়ে দাও
সত্যিই স্বপ্ন! এত দূরে গিয়েও মনে হয় তুমি আমার মাঝেই রয়েছো সারাক্ষণ।
তোমার যা কিছু ভাল লাগে সব কিছুই তোমার জন্য সযত্নে সাজিয়ে রাখব আমি
বকুলের মালা,গাঢ় বেগুনী রঙের শাড়ি আর এই দুটি চোখ সাজাব কাজলের নিপুণ ছোঁয়ায়
সত্যি বলছি, এক বার ফিরে এসো প্রিয়, তোমাকে আর কোনদিন কষ্ট দিব না, কোনদিন না।