অনন্ত,দূরের ঐ আকাশের দিকে চেয়ে দেখ
হাজার ও তারার হাতছানি
শুভ্র আলো ছড়ানো চাঁদের দিকে চেয়ে দেখ
চাঁদ আধারের কানাকানি।
আঁধারের সকল রং তুলে নিলাম হাতে
তোমাকে করছি স্মরন এই তারাভরা রাতে।
অনন্ত, কত দিন- তোমাকে দেখি না
কতদিন তোমার চোখে চোখ রাখি না!
কতদিন তোমার নয়নাভিরামে ভালবাসার ছোয়া খুঁজে
পাইনা
আমার হৃদয়ের তন্ত্রীগুলো ব্যাকুল হয়ে আছে
এতটুকু তোমাকে দেখার জন্য।
কতগুলো-দিন যে তোমার মুখের বুলি শুনতে পাই না!
হিসেব নেই, ইয়ত্তা নেই।
আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি
তোমার অস্তিত্ব অনুভব করি।
বিশ্বাস কর অনন্ত,আমি তোমার পথ চেয়ে আছি
কোথায় তুমি.....................?
আমার হৃদয়ে উত্তাল ঝড় বয়ে যায়
তবু তোমার এতটুকু সান্নিধ্য পাই না
আমার হৃদয়ে যে কত ভালবাসা
আমি বিন্দু বিন্দু ভালবাসার বিনিময়ে
গড়ে তুলেছি! তা বোঝাতে পারছি না ।
অনন্ত,তুমি বিহনে আমি কত যে কষ্টে আছি
কিভাবে ব্যাখা করব?
বিরহের বেদনায় জ্বলে পুড়ে মর মর
অবস্থা সৃষ্টি হয়েছে
রিক্ত এ হৃদয় আজ আর ও বেশী শুন্য,
ভীষন শুন্য হয়ে পড়ে আছে।
অনন্ত, আর কতদিন রাগ করে থাকবে তুমি?
অভিমান দিয়ে সবকিছু জয় করা যায় না।
অভিমান শুধু দূরে যেতে সাহায্য করে
সব কিছু জয় করতে হয় ভালবাসায়।
বারে বারে তোমার পানে ফিরে চাই
ভালবাসার ডায়েরীটা খুলে দেখি ভালবাসার মানুষটি নাই।
এই সমাজ।এই জাতি,আগামী প্রজন্ম
তোমাকে ধিক্কার দিবে।
কেনো? জানো??
তুমি ভালবাসার মুল্য দিতে জানো না।
বার বার তোমার দুয়ারে নক করেছি
মনে করেছি তোমায় প্রতি মুহুর্তে।
হৃদয় উজাড় করে তোমায় ভালবেসেছিলাম
বুঝতে চাওনি তুমি
দূরে সরে গিয়েছো!
হায়রে ভালবাসার এই পর্যায়ে এসে ব্যর্থ আমি
তুমি ভালবাসার দর বুঝলেনা
বুঝলেনা অবুঝ হৃদয়ের ডাক
দেখলেনা হৃদয়ে ঝরে যাওয়া অঝোড় কান্না।
মনে কি পরে না সেদিনের কথা
মাত্রত কয়েক মাস আগের কথা
যখন বদ্ধ পাগলের মত আমার পিছু ঘুরতে
বদ্ধ পাগলের মত আমায় ভালবাসতে
তবে আজ কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ?
কেন দূরে সরে যেতে বলছ??
মনে রেখ অনন্ত আমার মত
তোমাকে কেউ ভালবাসবেনা
কেউ না ।কে...উ না।