হে প্রাণপ্রিয়
আমার হৃদয় ব্যাকুল তোমার তরে
আমার জীবনবাসনা যে সবই তোমায় ঘিরে....
আমার কাছে অমূল্য তুমি মানুষটি
কিন্তূ প্রিয়
তোমার নিকট আমার বর্ণনাটি ঠিক কী.....?

হে প্রেয়সিনী....
তোমার বর্ণনা দিতে গেলে
বলতে হয়....
তুমি হলে বসন্তের প্রথম কোকিলের কুহেলি কুঞ্জন
তুমি জীবনের মরুপ্রান্তরে ভ্রমরার গুঞ্জন....
তুমি হলে শ্যামল-বনানী স্নিগ্ধ হরিৎ
তুমি জীবনের সেই অলেখা প্রেম-চরিত.....
তুমি হলে শান্ত-শীতল শীতের শিশির
তুমি উল্লাস শ্রাবণের প্রথম বৃষ্টির....
তুমি হলে তামসে কাটানো সেই অপরূপ স্তব্ধতা
তুমি জোনাকির আলোর সেই নিরুপদ্রপ মাধুর্যতা.....
তুমি হলে নচিকেতার জীবনমুখী গান
তুমি বেলা বোস অঞ্জন দত্তের প্রাণ....

আর কী বলি বলোতো
কারণ....
তুমি যে অব্যক্ত
তাই তোমার বর্ণনাও দুঃসাধ্য....
কিন্তূ
বেদনা এই যে....
আমার সাজানো প্রেম-পানসি
আজ অন্য কেউ বায়
ছলনাশূন্য প্রণয়গাঁথা দিনশেষে
নীরবে হেরেই তো যায়

তাই হয়তো....
তুমি আমার কল্পনায় আবদ্ধ
হারিয়ে ফেলেছো দিক
কিন্তূ ভবঘুরে আমি
তোমার সন্ধানের তরে
সেই পথেরই পথিক........