বিশ্রী আঁধার শীতের রাতে প্রতিনিয়ত ডুবতে থাকি—
চোখের তলার কালি দিয়েই নিজের ললাটলিখন আঁকি।
খামখেয়ালী বড্ড তুমি, খামের মধ্যে খেয়াল ভরেও
কোনো বারই পাঠাও না; নিরাশ ডাকবাক্স ঘুরেও।
আমার কঠিন বিশ্বাসেও তোমার আসার কথা নেই
আমার নরম ক্ষতের মাঝেও তোমার ঘষার ব্যথা নেই।
অনিদ্রিত ঋক্ত হৃদয় মাগে স্বল্প জীবনাবসান
নির্লজ্জ হৃদয় তবুও সিংহাসনে তোমায় বসান।
তোমার আসার আশা নিয়ে কত জনম বেঁচে যাবো?
একটু হাসির বিনিময়ে কত যুগের দুঃখ পাবো?
ওরে ও মন—বেহায়া! আরো কত নীচে নামো?
একটু হাসির বিনিময়ে কত যুগের দুঃখ পাবো?