তোমায় চিঠি লিখিনা বুঝি?
খোঁজ নিয়েছ ড্রয়িং রুমে?
যে চাঁদ রাতে তোমায় খোঁজে
যে জ্যোৎস্না ঝরে তোমার ঘুমে।
সেসব চিঠি আমার লেখা
আঁধার গোধুলি মরশুমে।
আষাঢ়ের ঐ প্রথম দিনে
নাও নি আমার চিঠিটা চিনে।
বন্ধ থাকায় কাচের জানালা
গড়িয়েছিলাম তাহার সনে।
কার্ডিগানটা আটকে দিল
দমকা হাওয়ায় বুকটা ছুঁতে।
আমার চিঠি পাবে রোজই
উঠতে বসতে জাগতে শুতে।