জীবন অলিম্পিক-
তবু আমি বসে আছি।
ট্র্যাক টা যেন ধানক্ষেতের আল,
বা
ট্রাফিক জ্যামের ফুটপাথ;
প্রচন্ড ভিড়,
ম্যারাথন,
তবু আমি বসে আছি।

গরুর গাড়ির চাকা আর
এরপ্লেনের চাকার মধ্যে
তফাত টা হলাম আমি।

কিছুদুরে একটা বাঁশঝাড়।
যেখানে আমি
বাঁশবনের শেয়াল,
বা-।
স্বপ্ন দেখ্তাম,
এখানে না সেখানে?
অদ্ভুৎ সব স্বপ্ন!

একবার দেখি-
আমার আঙুল গুলো আন্দামানে
পড়ে আছে,
আর আমি,
কলকাতার এঁদোগলির
ড্রেনে।

-হাঃ,

ম্যারাথন আরও এগোল?
আমার চলা হল না,
ঘড়িতে আমার
তেরো-টা বেজে গেছে।

আমি অচল
ঊষর ধানক্ষেত।
                                                           ১/১২/১৪