অতীব কাব্যহীন কেন কাকের স্বর,
তীব্র, কর্কশ, কটু! আর কোকিল যবে-
খোলে মুখ, কোরে অসুন্দরেরে ঊষর
ভাবি, বিধির কোনো গুঢ় ব্যঞ্জনা হবে।
কেন কাকের কর্কশতা সুর-বিলিন?
কেন ঢালা মধু, হতে কোকিলের আব্রু।
মোর কাছে এর কারণ অজ্ঞতাহীন,
ছোট্ট কাহিনিতে ঝরে বালুচরে অশ্রু,
কোকিল সাধে সুর, শিশু হতে নিস্তার,
অন্যের শিশু পুষে কাক সময় পাবে-
সুর ভাঁজতে? হায়, সাক্ষাৎ যশোদা না?
পালে যে শিশু, রেখে দেবকিরে অজানা।
বৃদ্ধা কাকের সুর-তাল-লয় কি রবে?
না হলে কি কোকিলের গলা হত জানা?
২৬/২৭|২|২০১৪
অর্চন মুখোপাধ্যায়।