"মরিতে হবে মরে," চিন্তান্বিত নবযুবক,
"রহিবে না মোর নাম কীর্তিপঞ্জিতে কীর্তিসাজে,
লভিব কি মম? সুখ স্বর্গ না নষ্ট নরক?
বিদাইলে সকালে আমায়ে ভুলিবে কি সাঁঝে"!
কি দুঃখ তোমার; মৃত্যু কামনায় মত্ত তব,
চিন্তিতে পার নাহি কি, আজীবন অভিনব!
ভুলে পুরনো বারতা, স্বার্থান্বেষি চঞ্চলতা।
ভাবিও, "আমি চিরকালীন, চিরকাল রব।"
মৃত্যু লালসাপূর্ণমোহ, আদিম বর্বরতা,
নতুবা রহিবে কীর্তি মহাকীর্তির জয়,
মহাকালেশ্বর রচিত, ছড়াইছে উর্ধ-অধঃ।
উঠুক তব জয়ময় রবি, কাটুক ভয়,
অনুচ্চারিত থাকুক তব বাণি মৃত্যুময়।
মরিবা যদি ইচ্ছা নাহি, মারা তব অসাধ্য।
-২২/৪/২০১৪
অর্চন মুখোপাধ্যায়।