বিকেলবেলা।
যখন আগুন ধরানো হয় স্টোভে
পাশের চায়ের দকানে।
দাউদাউ করে ওঠে
তপ্ত উচ্ছসিত আগুনশিখা
স্টোভে সবুজ মাথার ওপর থেকে,
থেকে থেকে উড়তে থাকে সিংহের কেশর,
কোনও কালবৈশাখের তাড়নায়।

আমি মাত্র দর্শক, দেখছি অজ্ঞাত চারপাশ
অজ্ঞাত চোখ দিয়ে।
যে চোখকে পিশে ফেলতে পারেনি
সময়ের তীব্র গতি।
আমি দাঁড়িয়ে আছি বকের মতো
এক পায়ে,
এক পুকুর জলের ওপর।
তীব্র ভাবে  নিক্ষেপীয়া
ধরতে চাই কিছু অব্যক্ত চিত্র।

ট্রেনটা যখন হুহু-হুহু করে চলছে।
দেখা যাচ্ছে,
কিংবা দেখা যাচ্ছে না-
একটি চকচকে
অনবরত, ছুটন্ত লোহার মই।
সে কখনও বেঁকে তেড়ে গিয়ে
মিশে যাচ্ছে লাল পাতালে...
অজ্ঞানির মতো কথা?
হুম্ঃ
I want thy not to disclose my eyes.

অজ্ঞানির দৃষ্টি দিয়ে দেখছি,
অজ্ঞাত কিছু দৃশ্যাবলি।
যে চোখকে পিশে ফেলতে পারেনি
সময়ের তীব্র গতি...
                                             ৩১/৩/২০১৪