সূর্য মাথার ওপর পুড়ে যাচ্ছে অনবরত
পাশে প্রায় শুন্য শুকনো পুকুর।
যেখানে কাপড় কাচ্ছিল এক মহিলা,
আর কালো, রোদপোড়া, ন্যাংটো শরীরে
স্নান করছে তার দুই ছেলে।
তারা মত্ত উল্লাসে-আনন্দে দিশেহারা হয়ে পড়ছে,
অগভীর শ্যাওলা পুকুর জলে।

আমি বসে বসে দেখি
কেমন ভাবে বেঁকে বেঁকে চলছে
রেললাইন
তার পাশে ভ্রাম্যমান রাস্তা,
তার পাশে হলদে মাঠ
তার পাশে শাস্তি পাওয়া তালগাছের সারি।
তার পাশে দিগন্ত,
তার পাশে তৃষ্ণার্ত নীল আকাশ।

মুকুলময় আম গাছটা,
আপ্রাণ চেষ্টায় নিজেকে
ও মুকুলকে ছায়া দিচ্ছে।
আর দিচ্ছে ছায়া
মর্ত্যলোককে,
পাতাললোককে,
বাঁচাচ্ছে হতে আলোক
দুকুলকে-
                                      অর্চন মুখোপাধ্যায়
                                            ১৭/৩/২০১৪