যখন ঘুমটা হঠাৎ ভেঙ্গে যায়,
আমি কান্ড-সময়-স্থান হীন ভাবে দেখি,
সবাই নিদ্রামগ্ন; সহাস্যে ভাবি যে,
ঘুম মানবজীবনের কতটা অংশ ছিনিয়ে নেয়।
ঘড়ি দেখি, তবে অন্ধকারবশতঃ বুঝতে পারি না।
বাইরে বেরই, এবং তীব্র স্নিগ্ধ শেফালি সুরভে,
বুঝি কোন কাল-
শরৎ।
আকাশ ভরে আছে শুকনো টুকরো মেঘে, আধো ম্লানালোকোজ্জ্বল,
আধো নিরেট সুনীল।
সামনে দারচিনি গাছের গন্ধে, তুলসী পাতার
গন্ধে, এবং,
শিশিরসিক্ত মাতির গন্ধে,
চলে যাই এক অন্য লোকে।
যেখানে আমি ছাড়া আর কেউ নেই,
কিছু নেই;
এক অপার্থিব অমর্ত্যলোক, আলো-ছায়ায় ঘেরা।
রাত না দিন বোঝা যায় না।
ধীরে-ধীরে সব বিলীন হয়ে যায়;
নাকি আমি ঘুমিয়ে পড়ি?
জানি না।