শ্রাবন রে, অলঙ্কার তব কি দারুন,
শ্রাবন রে, নির্ঝরিছ হয়ে নিদারুন।
যেদিন নিকশ নিশিথে নিভেছে আলো,
জ্বালাও হে, আকাশে উজ্জ্বলতর কালো,
কোন বিরহে মেঘ, ভূ-চিত্তে অশ্রু ঢালো,
সেদিনি পিপাসা ঢেলেছে গলে আগুন,
শ্রাবন রে, নির্ঝরিছ হয়ে নিদারুন।
সেদিন মলিন রবি ওঠেনি গগনে,
সেদিন কঠিন কবি গায়ে অকারণে।
শুন্যে বিপুল বিশাল বিজলি বানিয়া,
কালো নভপট হতে সজোরে হানিয়া,
যেন নর্তকির ঘুঁঙ্গুর ঝনঝনিয়া
পড়ে বসুধার মুখে বুকে আনমনে।
উল্লাসে মোর প্রান সেদিনে সকরুন,
শ্রাবন রে, নির্ঝরিছ হয়ে নিদারুন।।
৮ই আষাঢ়, ১৪২১