আমি ছিলাম সেদিন চোখহারা
শূন্যে ছিল না সেদিন,
চন্দ্র, সূ্র্য, গ্রহ, তারা।
আমি সমুদ্রে ছিলাম,
নীল, জনহীন, নিশান্ত,
মাপা নীল ঢেউময় দিগন্তে ছিল আমার
তীব্র, কটুময়, দুঃখিত,
আবছা নজর।
ভণিতায় লাভ নেই।
আমি সেদিন নীল সাগরে,
হারিয়ে ছিলাম আমার
নীল চশমা।
সম্মুখে ছিল
তুলোধনা করা দুধ-সাদা ঢেউ।
আমি, (প্রায়) দেখেছিলাম,
আমার নীল চশমাটা দুলছে
ভূবন পারাবারে।
এগোচ্ছে, পিছোচ্ছে,
খেলা করছে আমআর পঙ্গুত্ব নিয়ে।
সমুদ্র, সাগর, সাগরি
হল নারী।
মোহাবেশে, 'লাবন্যে', সিক্তা রমনী
সে সবাইকেই উপহার দেয়,
ফিরিয়ে দেয় উপহার।
তবে,
সে আমাকে উপহার দিয়েছিল,
অন্ধ্যত্ব।
হঠাৎ মনে হল,
সংযোজনহল হয়তো
কোনও স্মরণচিহ্ন,
সাগরতলে।
আমাকে এবার অযথা
লিখতে হবে না নাম
বালিপটে।
কত লোকে কত কিছু হারায়!
কেউ হারায় আংটি, মালা,
কানের দুল।
কেউ হারায় জামা-প্যান্ট।
কেউ ঘড়িও হারায়
কেউ তো হারায় দু-তিন ফোঁটা রক্ত।
কেউ তো হারায় প্রান!
এসব স্মরণচিহ্নর সঙ্গে
সংযোজিত হল হয়ত আমার
নীল চশমা।
আমিও হয়ে গেলাম এক সদস্য
অপহরন-করা স্মরণচিহ্নর
মালিকদের।।