মৃত্যু তোমার কাছে বসবো বলে, হেঁটে এসেছি মাইল খানেক ঘুম।
দিনের ক্লান্তি নামে সূর্যের সাথে, সূর্যের মতো নেভে আমার অহং।
হাজার চুম্বন আর হাজার স্পন্দন পার করে ছুঁই অমরত্ব-মরশুম।
যাতে তোমার পায়ের কাছে বসতে পারি, কাঁদতে পারি হয়ে স্বয়ং।
মৃত্যু তোমার পায়ের কাছে বসবো; লাগে লাগুক আড়াই সহশ্রাব্দ।
তোমায় জড়িয়ে কাঁদবো খানিক, সময় লাগবে, লাগুক না যুগান্ত।
আমার অনেক আঁধার, অনেক আদর আদুল হয়ে হলো স্তব্ধশব্দ।
তোমার একটু ছোঁয়া পেলেই বুঝবো জীবন মিথ্যে, আবেগ অশান্ত।
মৃত্যু তোমার কাঁধে কাঁদতে দিলে, জন্ম নিতে চাইবো না কোনোদিন।
তোমার কোলে রাখতে দিলে মাথা, চাইবো না আমি আর জাগরণ।
মৃত্যু তোমার চোখে চোখ রেখেছি, দেখেছি জন্মমরণ কতই মিহিন।
মৃত্যু তোমার বুকে পেয়েছি জন্ম, পেয়েছি আদর আর পাচ্ছি মরণ।