এই হারিকেন আলো নিভে যাক।
চায়ের কাপের ওম উড়ে যাক...
বৃষ্টির ঘ্রানে উন্মুক হোক এই  পাহাড়ীশহর।

পৌরানিক নিশ্চল সে দীঘির জলে নতুন জল পতনের শব্দ শুনতে যাবো।  চলো...।
রাতের সে জল... জলের ওম ।

যাবে না তুমি?

জানালায় এসে দাড়াও।
দেখো যতদূর দেখা যায়    
আমি হাটছি নিশ্চল জলের মায়ায় ... ।
বাকিটা বৃষ্টি ।
আজ আর ফিরবো না।
যদি তুমি উষ্ণতা খোজো  
তবে হাত বাড়িয়ে নিয়ো বৃষ্টি জলের ওম।
®