এই মহীরুহ গুলো কেবল বেঁচে  থাকার আনন্দেই বাঁচে।
নিজেদের উজাড় করে দেয় পৃথিবীর কতো কতো প্রয়োজনে।
কোন চাওয়া নেই.... কখনোই!
হয়তো কোন চাওয়া ছিলোও কখনো,
যা আমরা সভ্যরা বুঝিনি কখনোই।

প্রতিদিনের মতো রোদ   আসে... কতো কি গল্প বলে সারাদিন।
ফুরিয়ে যাওয়ার আগে  কিছু মায়া রেখে যায় পাতার
আঁচলে,
কোনদিন বৃষ্টি ঝুপ করে চলে আসে ভালোবাসার স্নিগ্ধতা চড়াতে।
ভিজে থাকা সারাদিনমান অথবা রাতের অতলান্ত।

এই সব পাওয়া গুলোই জীবন।
আর বাকিটুকু বিলিয়ে দেয়া পৃথিবীর প্রয়োজনে।

এইসব গাছেদের জীবন টানছে খুব।    
খুব।