থামতে না চাওয়া মধ্য রাতের বৃষ্টি।
এই শহর ঘুমিয়েছে সে অনেক আগের কথা।
জেগে থাকা জীবাণুর দল,
নিভে যাওয়া নিয়ন আলোগুলোর নিচে, এই নগরের থেমে থাকা  যানগুলো কি স্থবিরতায় ভিজে চলছে,
পুরাতন মোটরবাইকটার শব্দই কেবল অবলম্বন।
চলছি এই ধূসর  শহরের রাস্তায়.. একা।
আমাকে থামানোর কি সীমাহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃষ্টি আর শহরের বুকে জমে যাওয়া জল।    
এই বিষাক্ত সময়ে..
মধ্য রাতের ঝুম বৃষ্টিতে শহরের বুক ছূয়ে চলা সত্যি ই লিখে রাখার মতো।
লিখা যায়নি,
এই সত্য সুন্দরের আরো কতো কিছু!

কি অবিশ্বাস সুন্দর ছিলো মোটরবাইকের আলোয় ঝড়তে থাকা জলেদের চিত্র ।
®