চিরায়ত বয়ে যাওয়া কোন নদীরপাড়ে ঘর বাধার স্বপ্ন সে কবেকার।
ঘুম ভাঙলেই দেখবো নতুন জলের চলন।চিত্রকল্পের  নতুন  নৌকো যাচ্ছে কোন এক  অসীমের পানে।
এই জলের,  এই নৌকোর বয়ে চলাটায় আমার কাছে আজন্ম সৌন্দর্য।  

আজ মিলে ও গেলো।
সেই স্বপ্নের মতো দিন।
রাতে গাড়ী থেকে নামার সময় একটু ও মনে হয়নি এই বাড়িটি নদীর পাড়েই।
ঘুমজড়ানো চোখ, কাঠের জানালা খুলে বিশ্বাস করছেনা  বিন্দুটুকু ও।

এমনো সুন্দর  জলের চলন হয়?
আমিতো স্বপ্নও দেখতে পারিনি এমন।

মুগ্ধতা আমাকে ছুয়ে আছে সারাক্ষণ।
আজকের দিনটির জন্যই কেবল আসা এখানে,
কিন্তু আমি বোধ হয় কখনোয় ফিরবোনা আর।
ওখানে।
যেখানে জল নেই।
জলের চলন নেই।    
আমি জল চাই, যে জলে বিশুদ্ধ মুগ্ধতা আছে।  



(চন্দ্রঘোনা ও কর্ণফূলী )