এই শহরের বয়স বেড়েছে খুব ।
পুরাতন হয়ে গেছে সব, সব কিছু চেনা অতিপুরাতন।
খুব চেনা।
না কি, এই শহর আমাকে চিনে নিয়েছে খুব?
কে পুরাতন?
আমি? না এই শহর?
পুরাতন যেই হোক.. এই শহরের জন্য মায়া বেড়েছে খুব।
এখানে যে থাকে সব মায়ার মানুষেরা।
পুনর্জন্ম যদি থাকে, ভালো হয়।
আরেকবার জন্মাতে চায় এই শহরে।
মায়ায় জড়াতে চায় এই শহরের সবকিছু আবার।
কিছুমাত্র অনিবার্যতা নেই আমার ফিরে আসার এই শহরে, মহাবিশ্বে।
তবু আমার ফিরতে চাওয়াটা কি গভীর।
এই অসীম সময়ের পৃষ্ঠায় তবু আমার ছোট্ট এইসব আলো ছায়ায়, দিন রাত্রির ‘থাকা’টুকু অক্ষয় হয়ে থাক।
যাবো আজ, এই মুহূর্ত গুলো ফুরিয়ে যাওয়ার আগে, এই ধুলো উড়া নগরীর রাস্তার ধারে চা খাবো।
যাবে ?
®