বংশী নিলে হয় না কৃষ্ণ
               যায় না হওয়া বাদক,
বার সুর এ নেই দক্ষতা আমার
              জানা নেই তাল এ শাস্ত্রীয় কারক।
তারপরও আমি এক বংশী অনুরাগী
              হাতে তুলে নিয়েছি বংশী,
রাধা ছাড়া কৃষ্ণ আমি
             সকলকে বলে দিয়েছি।
ফুঁ দিয়ে শুধু  আওয়াজ নয়
            ভালবাসার সুরও যায় তুলা,
সেই সুর এ প্রিয়া আমার
               মন হয়েছে উতুলা।
মনে হয়ত প্রশ্ন জেগেছে
              এই আমার কোন প্রিয়া!
প্রিয়া আমার মানবী নয়
              প্রকৃতি ঘেরা সবুজের মায়া।
বুঝি না শাস্ত্রীয় সংগীত
              তবে জানি রয়েছে বারটি স্বর,
পারি না আমি তেমন বাজাতে
                 শিখছি এ ভুবন থেকে রাতভর।
     (০৮/০২/২০২২)