আমার গ্রামে আছর কাক্কু কি বলব রে ভাই,
তার আছে বিশেষ গুণ তোমাদের কে জানাই।
নজর তার  কি ক্ষমতা সব  করে দেয় শেষ,
যেখানে পড়ে সেখানে পুড়ে এইটা তার বেশ।
এক দিন বাড়ি থেকে বের হয়ে বাজারেতে যায়,
পথে ছিল দাদীর হাঁসের খামার থমকে দাঁড়ায়।
সুন্দর আর সতেজ বলে চলে যায় বাজারে দিকে,
কিছুদুর যেতে না যেতে বাচ্চাগুলি মরতে থাকে।
প্রকৃতির গাছপালা ভয় পায় না তাকে দেখে,
ডালগুলো ভেঙ্গে পড়ে এঁকেবেঁকে।
এক দিন দেখি কাজিনের মাড়াইকলে দাঁড়িয়ে থাকতে,
তার যাওয়ায় বেলা ভেঙ্গে পড়ে যন্ত্রপাতি সব মাটিতে।
আমার বাড়ি পেয়ারা গাছ তার নজরে মরে,
চাচার বাড়ির নারিকেল গাছ দিয়েছে শেষ করে।
সুন্দর বাচ্চা জন্ম নিলে তারও আসে অভিশাপ,
সারা দেহে ফুঁচকা ফুটে যন্ত্রণায় মনস্তাপ।
এগুলো সাধারণ ব্যাপার অবাক হবার বিষয় নয়,
রমজান মাসে ঘটে আজব ঘটনা এখানে অবাক হয়।
কম্পিউটার দোকানে করতেছিলাম মেমোরি লোড,
আছর কাক্কু আসলো দোকানে করতে মেমোরি লোড।
কি হতে কি জানি হয় মনেতে ছিল ভয়,
একটু পর সেই কাণ্ড টা ঘটে যা হবার নয়।
কাস্টমারের এইট জিবি মেমোরি ছিল ভাল রান,
সেই কাক্কুর প্রসংশায় মেমোরি দেখায়লো ইউটার্ণ।
জীব-জন্তু,গাছপালা এমনকি সফটওয়্যার পেল না রক্ষা,
কি তার নজর রে ভাই অভিশাপের সবকিছু ঘটে আনে অক্কা।
(০৭/০৭/২০২২)
-০-