বুঝি নি এত টান তর মাটির ঘ্রান,
দুরে এসে বুঝেছি মন করে আনচান।
কালিয়ান নদীর স্রোতের শব্দ ডাকে যেন মোরে,
তালপাতা শনশন আওয়াজ আসে এই শহরে।
মুয়াজ্জিনের মধুস্বরে গাওয়া সেই আযানের ধ্বনি,
মাগো বিশ্বাস করো আজো সেই সুর শুনি।
বাশঁবনে ঝিঁঝিঁ পোকার গান যেন ছন্দের অঞ্জলি,
কোথায় গেল হারিয়ে আমার ছেলেবেলা দিন গুলি।
প্রখর রোদে মরে যায় মাছ দেখতাম কত,
খেত থেকে আনত ধরে লোক শত শত।
সন্ধ্যার পর জমাতাম আসর বাজারে এক কোনায়,
সবাই এখন ব্যস্ত আছে অন্য কোনো এলাকায়।
আসবে খোকা শহর থেকে থাকে অপেক্ষায় মা,
এই দৃশ্য দেখে হলাম বড় জানতাম না এর মহিমা।
জম্ম নিল শহরে এসে আমার মানবিক মূল্যবোধ,
পারব কি দিতে আমার মাটির ঋণের শোধ।
         (১৫/০৭/২০২১)